Header Ads

Header ADS

সবক (ক্লাস) নাম্বার তিন

 



💓 بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيم 💓
বিছমিল্লাহির রাহমানির রাহীম ।
আল্লাহ্ পাকের নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, অতীব মেহেরবান ।
💓 نَحْمَدُهُ وَنَصَلَّى عَلَى رَسُولِهِ الكَرِيمِ 💓
নাহমাদুহূ ওয়ানুছাল্লী আলা রাছুলিহি-কারীম ।

আমাদের তামাম প্রশংসা আল্লাহর জন্য এবং আমাদের দরূদ ও সালাম রাসূলে-কারীমের (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম) প্রতি ।

১। নামাযের বিভিন্ন শব্দের অর্থ : ঃ  
وبحمدك অর্থাৎ এবং আপনার প্রশংসা বর্ণনা করিতেছি।

২। একটি সুন্নত :
নামাযে দাঁড়ানোর প্রথম সুন্নতঃ কেবলামুখী হইয়া সোজাভাবে দাঁড়ানো এবং মাথা না ঝুকানো । দ্বিতীয় সুন্নতঃ উভয় পায়ের আঙ্গুলগুলি কেবলামুখী রাখা। আজকের সবক ৩ নম্বর সুন্নত হইল, ইমামের তাকবীরে তাহরীমার পরপরই মুক্তাদীর তাক্বীরে-তাহ্রীমা বলা ।

ফায়দা : মুক্তাদীর তাীরে-তাহ্রীমা যদি ইমামের তাীরে- তাহ্রীমার আগে শেষ হইয়া যায়, তবে তাহার একতেদা ছহীহ্ হইবে না (অর্থাৎ ঐ মুক্তাদীর নামাযই ছহীহ্ হইবে না ।) [ত্বাত্ত্বাবী]

৩। একটি কবীরা গুণাহ ঃ
কবীরা গুনাহ বা বড় গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না এবং এই ধরনের একটি গুনাহই দোযখে পৌঁছাইবার জন্য যথেষ্ট। তবে আল্লাহ তাআলা দয়া করিলে তাহা ভিন্ন কথা ঃ (৩) কোন লোককে মন্দ নামে ডাকা। যেমন, ও অন্ধ! ও লেংড়া! ও মট্‌কু! ইত্যাদি ।

৪। গুণাহের ক্ষতিসমূহ ঃ
গুণাহের কারণে দুনিয়াতেই একটি ক্ষতি এই দেখা দেয় যে, গুনাগার ব্যক্তি আল্লাহ্পাকের সহিত একটা দূরত্ব, ভয়-ভয় ও সংকোচ ভাব অনুভব করে, যাহা তাহাকে আরও দূরে সরাইয়া দেয় ।

৫। এবাদত-বন্দেগীর উপকারিতা ঃ
এবাদতের ফলে দুনিয়াবী একটি উপকার এই হয় যে, সর্বরকম কষ্ট ও পেরেশানী দূর হইয়া যায়। এবং সর্বপ্রকার অসুবিধা ও অশান্তি হইতে আল্লাহপাক তাহাকে নাজাত দান করেন।


কোন মন্তব্য নেই

হাসি কান্নার ওয়াজ

৪ সালের নাসির আহমাদ (গোপালগঞ্জ) সাহেবের হাসি কান্নার এক অসাধারণ বয়ান।

5ugarless থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.