সবক (ক্লাস) নাম্বার দুই
এক মিনিট মাদ্রাসা
💓بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ 💓
বিছমিল্লাহির রাহমানির রাহীম।
আল্লাহ্ পাকের নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, অতীব মেহেরবান।
💓 نَحْمَدُهُ وَنَصَلَّى عَلى رَسُولِهِ الكَرِيمِ 💓
নাহমাদুহূ ওয়ানুছাল্লী আলা রাছূলিহি-কারীম
আমাদের তামাম প্রশংসা আল্লাহর জন্য এবং আমাদের দরূদ ও সালাম রাসূলে-কারীমের (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম) প্রতি ।
১। নামাযের বিভিন্ন শব্দের অর্থ ঃ
سُبْحَانَكَ اللهُمَّ
অর্থাৎ আয় আল্লাহ্! আমরা আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি ।
২। একটি সুন্নত :
গত ক্লাসে নামাযে দাঁড়ানোর সুন্নতসমূহের মধ্যে একটি সুন্নত এই বয়ান করা হইয়াছিল যে, কেবলামুখী হইয়া সোজাভাবে দাঁড়ানো এবং মাথা না ঝুকানো ৷
আল্লাহ্ পাকের নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, অতীব মেহেরবান।
💓 نَحْمَدُهُ وَنَصَلَّى عَلى رَسُولِهِ الكَرِيمِ 💓
নাহমাদুহূ ওয়ানুছাল্লী আলা রাছূলিহি-কারীম
আমাদের তামাম প্রশংসা আল্লাহর জন্য এবং আমাদের দরূদ ও সালাম রাসূলে-কারীমের (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম) প্রতি ।
১। নামাযের বিভিন্ন শব্দের অর্থ ঃ
سُبْحَانَكَ اللهُمَّ
অর্থাৎ আয় আল্লাহ্! আমরা আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি ।
২। একটি সুন্নত :
গত ক্লাসে নামাযে দাঁড়ানোর সুন্নতসমূহের মধ্যে একটি সুন্নত এই বয়ান করা হইয়াছিল যে, কেবলামুখী হইয়া সোজাভাবে দাঁড়ানো এবং মাথা না ঝুকানো ৷
আজকের সবক এই যে, পায়ের আঙ্গুলগুলিও কেবলামুখী রাখা এবং দুই পায়ের মাঝখানে চার আঙ্গুল পরিমাণ ফাঁক রাখা মুস্তাহাব ।
৩। একটি কবীরা গুনাহ্ ঃ
কবীরা গুনাহ বা বড় গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না এবং এই ধরনের একটি গুনাহই দোযখে পৌছাইবার জন্য যথেষ্ট। তবে আল্লাহ তাআলা দয়া করিলে তাহা ভিন্ন কথা ঃ (২) কোন মানুষকে খোটা দেওয়া, ঠাট্টা-বিদ্রূপকরা ।
৪ । গুণাহের ক্ষতিসমূহ ঃ
গুণাহের কারণে দুনিয়াবী একটি ক্ষতি এই যে, গুণাহের কুফলে রিযিক কমিয়া যায় । অর্থাৎ রিযিকের বরকত চলিয়া যায়। বাস্তবে রিযিক বেশী দেখা গেলেও উহার উপকারিতা লোপ পায়। যেমন, অসুখ-বিসুখ, বিভিন্ন পেরেশানী এবং অপব্যয় ইত্যাদিতে খরচ হইয়া যায় ।
৫ । এবাদত-বন্দেগীর উপকারিতা :
এবাদত-বন্দেগীর ফলে দুনিয়াবী একটি উপকারিতা এই হয় যে, আমান ও যমীন হইতে বিভিন্ন রকমের বরকত ও ভালাই নসীব হয় ।
গুণাহের কারণে দুনিয়াবী একটি ক্ষতি এই যে, গুণাহের কুফলে রিযিক কমিয়া যায় । অর্থাৎ রিযিকের বরকত চলিয়া যায়। বাস্তবে রিযিক বেশী দেখা গেলেও উহার উপকারিতা লোপ পায়। যেমন, অসুখ-বিসুখ, বিভিন্ন পেরেশানী এবং অপব্যয় ইত্যাদিতে খরচ হইয়া যায় ।
৫ । এবাদত-বন্দেগীর উপকারিতা :
এবাদত-বন্দেগীর ফলে দুনিয়াবী একটি উপকারিতা এই হয় যে, আমান ও যমীন হইতে বিভিন্ন রকমের বরকত ও ভালাই নসীব হয় ।
কোন মন্তব্য নেই