Header Ads

Header ADS

সবক (ক্লাস) নাম্বার চাঁর





💓 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 💓
বিছমিল্লাহির রাহমানির রাহীম।
আল্লাহপাকের নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, অতীব মেহেরবান।

💓 نَحْمَدُهُ وَنُصَلِى عَلَى رَسُولِهِ الكَرِيمِ 💓
নাহমাদুহু ওয়ানুসাল্লী আলা রাসুলিহিল-কারীম ।
আমাদের তামাম প্রশংসা আল্লাহর জন্য এবং আমাদের দরূদ ও সালাম রাসূলে-কারীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রতি ।

১। নামাযের বিভিন্ন শব্দের অর্থ : وتبارك اسمك
আর আপনার নাম অতিশয় বরকতময় ।

২। একটি সুন্নত :
আগে নামাজে দাঁড়ানোর দুইটি সুন্নত বয়ান করা হইয়াছে— (১) উভয় পায়ের আঙ্গুলগুলো কেবলামুখী রাখা, (২) ইমামের তাকবীরে-তাহরীমার পরপরই মুক্তাদীর তাকবীরে-তাহরীমা বলা। আর আজকের সবক্, ৩ নম্বর সুন্নত তাকবীরে-তাহরীমা বলার সময় উভয় হাত কান পর্যন্ত উঠানো । [এই সুন্নতটি শুধু পুরুষদের জন্য ।]

৩। একটি কবিরা গুনাহ :
কবীরা গুনাহ বা বড় গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না এবং এই ধরনের একটি গুনাহই দোযখে পৌছাইবার জন্য যথেষ্ট। তবে আল্লাহ তাআলা দয়া করিলে তাহা ভিন্ন কথা : (৪) কাহারও সম্পর্কে কুধারণা করা। অর্থাৎ শরীয়ত সম্মত প্রমাণ ব্যতীত কাহাকেও খারাপ মনে করা ।

৪। গুনাহের ক্ষতিসমূহ :
গুনাহের কারণে দুনিয়াতেই একটি ক্ষতি এই হয় যে, গুনাহ করার কারণে অন্য লোকদের সামনে যাইতে ভয়-ভয় লাগে, সংকোচ লাগে। বিশেষ করিয়া আল্লাহ্ ওয়ালা বান্দাগণের কাছে যাইতে খুবই ভয় পায় এবং খুব বেশী সংকোচ ও বাধা মনে হয়। ফলে, সে আল্লাহর ওলীদের সোহবতের ফয়েজ-বরকত হইতে বঞ্চিত হইয়া যায় ।

৫। ইবাদত-বন্দেগীর উপকারিতা :
নেক কাজ ও এবাদতের দ্বারা দুনিয়ার একটি লাভ এই যে, সহজেই বিভিন্ন মাকছুদ পুরা হইয়া যায় । আল্লাহ পাক তাহার প্রতিটি কাজ আছান করিয়া দেন।








কোন মন্তব্য নেই

হাসি কান্নার ওয়াজ

৪ সালের নাসির আহমাদ (গোপালগঞ্জ) সাহেবের হাসি কান্নার এক অসাধারণ বয়ান।

5ugarless থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.