Header Ads

Header ADS

দুই রাক'আত নামাযে ৬০ টি মাসয়ালা

 দুই রাক'আত নামাযে ৬০ টি মাসয়ালা



আলহামদুলিল্লাহ, যদিও স্ট্যাটাসটা অনেক লম্বা, কিন্তু আশা করি,পড়লে সকলের উপকারে আসবে, ইনশাআল্লাহ
==============================
নামাযের প্রথম রাক'আতে রুকুর আগে ১১ টি মাসয়ালাঃ
---------------------
১.হাত উঠান..........সুন্নত
২.তাকবীরে তাহরীমা (আল্লাহু আকবার ) বলা ........ফরয
৩.হাত বাঁধা.........সুন্নত
৪.ছানা পড়া............সুন্নত
৫.আউযুবিল্লাহ পড়া.........সুন্নত
৬.বিসমিল্লাহ পড়া..........সুন্নত
৭.সূরা ফাতিহা পুরা পড়া.........ওয়াজিব
৮.সূরা ফাতিহার পর "আমিন" বলা............
...........সুন্নত
৯.সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া............
....................মুস্তাহাব
১০.সূরা মিলান........ওয়াজিব
১১.কেরাত পড়া.........ফরয
রুকুতে ৬ টি মাসয়ালাঃ
------------------
১.রুকুতে যাইবার সময় "আল্লাহু আকবার" বলা..........সুন্নত
২.রুকু করা.........ফরয
৩.রুকুতে দেরী করা..........ওয়াজিব
৪.রুকুতে থাকিয়া "সুবহানা রব্বিয়াল আ'জিম" কমপক্ষে ৩ বার বলা.........সুন্নত
৫.রুকু হইতে উঠিবার সময় "সামিয়াল্লাহু লিমান হামিদা" "রব্বানা লাকাল হামদ" বলা........সুন্নত
৬.রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরী করা.......ওয়াজিব
(খাড়া হইয়া "হামদান কাছিরন তইয়িবাম মুবারকান ফিহ" পড়া)
প্রথম সাজদাতে ৬ টি মাসয়ালাঃ
-------------------
১.সাজদাতে যাইবার সময় "আল্লাহু আকবার" বলা............সুন্নত
২.সাজদা করা.............ফরয
৩.সাজদাতে দেরী করা.............ওয়াজিব
৪.সাজদাতে থাকিয়া "সুবহানা রব্বিয়াল আ'লা" কমপক্ষে ৩ বার বলা.......সুন্নত
(৫ বার ৭ বার বলাও)......সুন্নত
৫.সাজদা হইতে উঠিবার সময় "আল্লাহু আকবার" বলা..........সুন্নত
৬.সাজদা হইতে সোজা হইয়া বসিয়া দেরী করা..........ওয়াজিব
(বসিয়া "আল্লা-হুম্মাগফির লী, ওয়ার হামনী, ওয়াহদিনী, ওয়াজবুরনী, ওয়া আফিনি, ওয়ার যুক্বনী, ওয়ারফানী" পড়া)
**** *** ***
দ্বিতীয় সাজদাতে ৬ টি মাসয়ালাঃ
---------------------
১ হইতে ৫ পর্যন্ত প্রথম সাজদার মত।
৬.সাজদা হইতে সোজা হইয়া খাড়া হওয়া.............ওয়াজিব
প্রথম রাকাত, তথা তথা দ্বিতীয় রাকাতের আগ পর্যন্ত ২৯ টি সমাপ্ত
**** *** ****
২য় রাক'আতে রুকুর আগে ৭ টি মাসয়ালাঃ
-------------------------
১.হাত বাঁধা.............সুন্নত
২.বিসমিল্লাহ পড়া.........সুন্নত
৩.সূরায়ে ফাতিহা পুরা পড়া........ওয়াজিব
৪.সূরায়ে ফাতিহার পর "আমিন" বলা.....সুন্নত
৫.সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া.........মুস
্তাহাব
৬.সূরা মিলান..........ওয়াজিব
৭.কেরাত পড়া........ফরয
(২য় রাকাতে রুকু ও সেজদার মাসয়ালা প্রথম রাকাতের ন্যায়)
দ্বিতীয় রাক'আত, তথা আখেরী বৈঠকের আগ পর্যন্ত ৫৪ টি সমাপ্ত ৷ অবশিষ্ট আছে ৬ টি ৷
**** *** ****
আখেরী বৈঠকে ৫ টি মাসয়ালাঃ
-------------------------
১.আখেরী বৈঠক..........ফরয
২.আত্তাহিয়্যাতু পড়া..........ওয়াজিব
৩.দরুদ শরীফ পড়া.............সুন্নত
৪.দু'আয়ে মাসুরা পড়া.............সুন্নত
৫.আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ
করা.............ওয়াজিব
৬০নং মাসয়ালা ফরয নামায দাঁড়াইয়া পড়া ফরয।
**** ** ****
# উল্লেখ্য যে #
ফরয নামাযের ৩য় ও ৪র্থ রাকাতের রুকু ও সেজদার মাসয়ালা প্রথম রাকাতের ন্যায়।কিন্তু ফরয নামাযের তৃতীয় ও চতুর্থ রাকাতে রুকুর আগে ৪ টি মাসয়ালা।
১.হাত বাঁধা........সুন্নত
২.বিসমিল্লাহ পড়া.......সুন্নত
৩.সূরায়ে ফাতিহা পুরা পড়া....
৪.সূরায়ে ফাতিহার পর আমীন বলা....সুন্নত
**** *** ***
৩ ও ৪ রাক'আত বিশিষ্ট নামাযের প্রথম বৈঠাকে ৪ টি মাসআলা ৷৷
১,প্রথম বৈঠাক ওয়াজিব৷
২, আত্তাহিয়্যাতু পড়া ওয়াজিব৷
৩, আল্লাহু আকবার বলা সুন্নাত৷
৪, ৩য় রাক'আতের জন্য সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব ৷৷
## বেতের নামাজে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব ##

কোন মন্তব্য নেই

হাসি কান্নার ওয়াজ

৪ সালের নাসির আহমাদ (গোপালগঞ্জ) সাহেবের হাসি কান্নার এক অসাধারণ বয়ান।

5ugarless থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.