শিক্ষানীয় গল্প,এক সিংহ বৃদ্ধ ও দুর্বল হয়ে গেল।
এক সিংহ বৃদ্ধ ও দুর্বল হয়ে গেল।
৭. গল্প- এক সিংহ বৃদ্ধ ও দুর্বল হয়ে গেল। সে কোনো প্রাণীকে শিকার করতে সক্ষম হচ্ছিল না। সে জীবিকা নির্বাহে নিজের জন্য কৌশল আঁটল। অতঃপর নিজে নিজেই অসুস্থ হয়ে পড়ল এবং নিজেকে এক গর্ভে নিক্ষেপ করল এবং যখনই তার কাছে কোনো প্রাণী শুশ্রূষা করতে আসে সে গর্তের ভিতরেই তাকে ফেড়ে ফেলে এবং খেয়ে ফেলে। শিয়াল তার কাছে এল এবং গর্তের দরওয়াজায় অবস্থান নিল এবং তাকে সালাম দিয়ে বলতে লাগল- কেমন আছেন? হে প্রাণীদের সর্দার! সিংহ তাকে বলল, হে আবুল হোসাইন! কেন তুমি প্রবেশ করছ না? শিয়াল বলল, হে আমার সর্দার আমি (প্রবেশের) ইচ্ছা পোষণ করেছিলাম, তবে আমি আপনার কাছে অনেক পদচিহ্নসমূহ দেখছি তারা প্রবেশ করেছে এবং আমি তাদের কাউকেও বের হতে দেখছি না।
উপদেশ : ৭. চিন্তা-ভাবনা করে কোনো কাজে পা বাড়ানো উচিত। প্রবাদ আছে- ভাবিয়া করিও কাজ করিয়া জাবিও না। তাই কাজ করার পূর্বে ভেবে-চিন্তে করা বুদ্ধিমানের কাজ।৮. গল্প- একদা এক সিংহ রাস্তার উপর একজন ব্যক্তিকে পেল । অতঃপর উভয়েই কথার মাধ্যমে ঝগড়া শুরু করে দিল শক্তি ও সাহসিকতার উপর। সিংহ নিজ শক্তি ও বলে সন্তুষ্ট। লোকটি দেয়ালের উপর একজন মানুষের আকৃতি দেখতে পেল যে সিংহের গলা চিপে ধরে আছে, লোকটি হাসল । সিংহ তাকে বলল, যদি হিংস্র পশুরাও মানুষের মতো অঙ্কনকারী হতো, তাহলে মানুষ হিংস্রপ্রাণীর গলা টিপে ধরতে পারত না। অথচ ঘটনা তার উল্টো (অর্থাৎ হিংস্র প্রাণী অঙ্কন করতে পারে না, তাই মানুষ ছবিতে তাদের গলা টিপে ধরতে পারে)।
উপদেশ : ৮. বাস্তবিক শক্তি, সাহস এবং যোগ্যতা থাকা আবশ্যক । মেকি শক্তি ও যোগ্যতার উপর বড়াই করা বোকামি ছাড়া আর কিছুই নয় ।
%20(4).png)
কোন মন্তব্য নেই