সবক (ক্লাস) নাম্বার সাত।
আপনাদের সকলকে স্বাগতম আমার এই ৪ মিনিট মাদ্রাসা 4 Minute Madrasah নামক চ্যানেলে আশা করি ৪ মিনিট
মাদ্রাসা নামক চ্যানেলে যা কিছু আলোচনা করা হবে,দুনিয়া এবং আখেরাতে উপকারে আসবে ইনশাআল্লাহ ।
بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
বিছমিল্লাহির রাহমানির রাহীম।
আল্লাহপাকের নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, অতীব মেহেরবান।
نَحْمَدُهُ وَنَصَلَّى عَلَى رَسُولِهِ الْكَرِيمِ
নাহমাদুহু ওয়ানুছাল্লী আলা রাসুলিহিল-কারীম ।
আমাদের তামাম প্রশংসা আল্লাহর জন্য এবং আমাদের দরূদ ও সালাম রাসূলে কারীমের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রতি ।
১। নামাযের বিভিন্ন শব্দের অর্থ ।
اعوذ
অর্থাৎ আমি আশ্রয় চাহিতেছি ।
২। একটি সুন্নত :
গতকাল নামাজে দাঁড়ানোর যে দুইটি সুন্নত বলা হইয়াছিলঃ (১) তাকবীরে-তামার জন্য কান পর্যন্ত হাত উঠানোর সময় উভয় হাতের তালু কেবলার দিকে রাখা । (২) ঐ সময় আঙ্গুলগুলোকে উহাদের স্বাভাবিক অবস্থায় রাখা । অর্থাৎ বেশী ফাঁকও থাকিবেনা, আবার বেশি মিলানো ও থাকিবেনা ।
আজকের সবক্ ৩ নম্বর সুন্নত
হাত বাঁধিবার সময় ডান হাতের তালু বাম হাতের তালুর পিঠের উপর রাখা।
৩। একটি কবিরা গুনাহ :
কবীরা গুনাহ বা বড় গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না এবং এই ধরনের একটি গুনাহই দোযখে পৌঁছাইবার জন্য যথেষ্ট। তবে আল্লাহ তাআলা দয়া করিলে তাহা ভিন্ন কথা : (৭) বিনা কারণে কোন লোককে মন্দ বলা, অশালীন কিছু বলা ।
৪ । গুনাহের ক্ষতি সমূহ ঃ
গুনাহসমূহের কারণে দুনিয়াবী একটি ক্ষতি এই হয় যে, গুনাহের কারণে দেল ও দেহ দুর্বল হইয়া যায়। দেলের দুর্বলতা এই যে, নেক আমল ও নেক কাজের হিম্মত ও আগ্রহ লোপ পাইতে পাইতে অবশেষে একেবারে নিঃশেষ হইয়া যায় । আর দেহ যেহেতু দেলের অধীন, তাই দেল দুর্বল হইয়া গেলে উহার প্রতিক্রিয়ায় দেহও দুর্বল হইয়া যায়। বস্তুতঃ এই কারণেই কাফেররা দেহের দিক দিয়ে সুস্থ-সবল ও শক্তিশালী হওয়া সত্ত্বেও ছাহাবায়ে কেরামের মোকাবিলায় পারিয়া উঠিতনা, টিকিতে পারিত না ।
৫। ইবাদত-বন্দেগীর উপকারিতা :
নেক কাজ সমূহের দ্বারা দুনিয়াবী একটি ফায়দা এই হয় যে, আল্লাহ পাক নেককার-মোমেনের উপর হইতে তামাম বালা-মুসীবত দূর করিয়া দেন এবং মাকের অনিষ্ট হইতে হেফাজতে রাখেন ।
😍নতুন চ্যানেলে সঙ্গে থাকুন: 👇
🎀Subscribe : /@4MinuteMadrasah
🎀Follow: Shikhb Ami https://www.facebook.com/shikhbami
👍L I K E 💬 C O M M E N T ♻ S H A R E & 🙏 S U B S C R I B E
Follow me on Social Media:
My Facebook : https://www.facebook.com/kmshaid270
কোন মন্তব্য নেই