সবক (ক্লাস) নাম্বার ছয়।
আপনাদের সকলকে স্বাগতম আমার এই ৪ মিনিট মাদ্রাসা 4 Minute Madrasah নামক চ্যানেলে আশা করি ৪ মিনিট মাদ্রাসা নামক চ্যানেলে যা কিছু আলোচনা করা হবে,দুনিয়া এবং আখেরাতে উপকারে আসবে ইনশাআল্লাহ ।
بِسمِ اللهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
বিছমিল্লাহির রাহমানির রাহীম।
আল্লাহপাকের নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, অতীব মেহেরবান।
نَحْمَدُهُ وَنُصَلِى عَلَى رَسُولِهِ الكَرِيمِ
নাহমাদুহু ওয়ানুসাল্লী আলা রাসুলিহিল কারীম।
আমাদের তামাম প্রশংসা আল্লাহর জন্য এবং আমাদের দরূদ ও সালাম রাসূলে কারীমের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রতি ।
১। নামাজের বিভিন্ন শব্দের অর্থ :
বিছমিল্লাহির রাহমানির রাহীম।
আল্লাহপাকের নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, অতীব মেহেরবান।
نَحْمَدُهُ وَنُصَلِى عَلَى رَسُولِهِ الكَرِيمِ
নাহমাদুহু ওয়ানুসাল্লী আলা রাসুলিহিল কারীম।
আমাদের তামাম প্রশংসা আল্লাহর জন্য এবং আমাদের দরূদ ও সালাম রাসূলে কারীমের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রতি ।
১। নামাজের বিভিন্ন শব্দের অর্থ :
ولااله غيرك
অর্থাৎ এবং আপনি ব্যতীত আর কেহই এবাদতের উপযুক্ত নয়।
অর্থাৎ এবং আপনি ব্যতীত আর কেহই এবাদতের উপযুক্ত নয়।
২। একটি সুন্নত :
গতকাল নামাজে দাঁড়ানোর এই সুন্নতগুলি বয়ান করা হইয়াছিল : (১) তাকবীরে-তাহরীমা বলার সময় পুরুষদের উভয় হাত কান পর্যন্ত উঠানো। (২) ঐ সময় উভয় হাতের তালু কেবলার দিকে রাখা ।
আজকের সবক্ ৩ নম্বর সুন্নত আঙ্গুলগুলোকে উহাদের স্বাভাবিক অবস্থায় রাখা। অর্থাৎ তাকবীরে তাহরীমার জন্য কান পর্যন্ত হাত উঠানোর সময় আঙ্গুলগুলি বেশী ফাঁকও থাকিবেনা, আবার বেশী মিলানো ও থাকিবে না ।
৩। একটি কবিরা গুনাহ :
কবীরা গুনাহ বা বড় গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না এবং এই ধরনের একটি গুনাহই দোযখে পৌছাইবার জন্য যথেষ্ট। তবে আল্লাহ তাআলা দয়া করিলে তাহা ভিন্ন কথা : (৬) কাহারও গীবত করা। অর্থাৎ কাহারও অগোচরে তাহার দোষ বর্ণনা করা, যাহা শুনিতে পাইলে তাহার মনে আঘাত লাগিবে ।
৪ । গুনাহের ক্ষতি সমূহ ঃ
গুনাহের কারণে দুনিয়াবী একটি ক্ষতি এই হয় যে, অন্তরের ভিতর এমন অন্ধকার ও কালো হইয়া যায়, যাহার বিষ-ফলে মানুষ বিদআত, গোমরাহী ও মূর্খতায় আক্রান্ত হইয়া হালাক্ ও বরবাদ হইয়া যায় ।
৫। এবাদত-বন্দেগীর উপকারিতা :
ইবাদত ও নেক আমল সমূহের বরকতে দুনিয়াতেই একটি সুফল এই হয় যে, প্রয়োজনমত বৃষ্টি হয়, ধন-সম্পদ বাড়ে, সন্তান লাভ হয়, ক্ষেতে-বাগানে খুব ফল-ফসল হয়, নদ-নদীর পানি বাড়িয়া যায়।
গতকাল নামাজে দাঁড়ানোর এই সুন্নতগুলি বয়ান করা হইয়াছিল : (১) তাকবীরে-তাহরীমা বলার সময় পুরুষদের উভয় হাত কান পর্যন্ত উঠানো। (২) ঐ সময় উভয় হাতের তালু কেবলার দিকে রাখা ।
আজকের সবক্ ৩ নম্বর সুন্নত আঙ্গুলগুলোকে উহাদের স্বাভাবিক অবস্থায় রাখা। অর্থাৎ তাকবীরে তাহরীমার জন্য কান পর্যন্ত হাত উঠানোর সময় আঙ্গুলগুলি বেশী ফাঁকও থাকিবেনা, আবার বেশী মিলানো ও থাকিবে না ।
৩। একটি কবিরা গুনাহ :
কবীরা গুনাহ বা বড় গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না এবং এই ধরনের একটি গুনাহই দোযখে পৌছাইবার জন্য যথেষ্ট। তবে আল্লাহ তাআলা দয়া করিলে তাহা ভিন্ন কথা : (৬) কাহারও গীবত করা। অর্থাৎ কাহারও অগোচরে তাহার দোষ বর্ণনা করা, যাহা শুনিতে পাইলে তাহার মনে আঘাত লাগিবে ।
৪ । গুনাহের ক্ষতি সমূহ ঃ
গুনাহের কারণে দুনিয়াবী একটি ক্ষতি এই হয় যে, অন্তরের ভিতর এমন অন্ধকার ও কালো হইয়া যায়, যাহার বিষ-ফলে মানুষ বিদআত, গোমরাহী ও মূর্খতায় আক্রান্ত হইয়া হালাক্ ও বরবাদ হইয়া যায় ।
৫। এবাদত-বন্দেগীর উপকারিতা :
ইবাদত ও নেক আমল সমূহের বরকতে দুনিয়াতেই একটি সুফল এই হয় যে, প্রয়োজনমত বৃষ্টি হয়, ধন-সম্পদ বাড়ে, সন্তান লাভ হয়, ক্ষেতে-বাগানে খুব ফল-ফসল হয়, নদ-নদীর পানি বাড়িয়া যায়।
৫। এবাদত-বন্দেগীর উপকারিতা ঃ
ইবাদত ও নেক আমল সমূহের বরকতে দুনিয়াতেই একটি সুফল এই হয় যে, প্রয়োজনমত বৃষ্টি হয়, ধন-সম্পদ বাড়ে, সন্তান লাভ হয়, ক্ষেতে-বাগানে খুব ফল-ফসল হয়, নদ-নদীর পানি বাড়িয়া যায়।
😍নতুন চ্যানেলে সঙ্গে থাকুন: 👇
🎀Subscribe : /@4MinuteMadrasah
🎀Follow: Shikhb Ami https://www.facebook.com/shikhbami
👍L I K E 💬 C O M M E N T ♻ S H A R E & 🙏 S U B S C R I B E
Follow me on Social Media:
My Facebook : https://www.facebook.com/kmshaid270
কোন মন্তব্য নেই