প্রবাদ ও উপদেশ বাণী পার্ট (৬)
প্রবাদ ও উপদেশ বাণী
(৫৮) যে চেষ্টা করে সে পায়।
(৫৯) তাড়াহুড়ার পরিণাম লজ্জিত হওয়া।
(৬০) দলের নেতাই তাদের সেবক।
(৬১) কাজের মধ্যে মধ্যম পন্থাই উত্তম।
(৬২) প্রত্যেক নতুনই সুস্বাদু।
(৬৩) পূর্ববর্তীদের কাহিনী পরবর্তীদের জন্য উপদেশ।
(৬৪) হিকমতের মূল আল্লাহর ভয় ।
(৬৫) বিলম্বে সাক্ষাৎ কর, ভালবাসা বাড়বে।
(৬৬) খবর দেখার মতো হয় না।
(৬৭) ঘোড়দৌড়ের সময়েই অগ্রগামীকে চেনা যায় ।
(৬৮) কোনো জিনিসের ভালবাসা (তার দোষ-ত্রুটি দেখা ও বলা থেকে) তাকে অন্ধ ও বধির করে দেয়।
(৬৯) যে মিথ্যা বলে তার পরিণাম তাকে সত্যায়ন না করা।
(৭০) সর্বোত্তম মানব ঐ ব্যক্তি, যে মানুষদের উপকার করে ।

কোন মন্তব্য নেই