Header Ads

Header ADS

যে সকল কারণে ওজু ভঙ্গ হয় না :

 দশটি কারণে ওজু ভঙ্গ হয় না


১. রক্ত বের হওয়া, যা তার স্থান থেকে গড়িয়ে পড়ে নি ৷

২. রক্ত প্রবাহিত হওয়া ব্যতিরেকে শরীর থেকে গোশ্ত ঝরে পড়া, যেমনঃ কুষ্ঠ ব্যাধি ধরনের এক প্রকার ব্যাধি।

৩. ক্ষতস্থান থেকে অথবা কান বা নাক থেকে পোকা বের হওয়া,

৪. লজ্জাস্থান স্পর্শ করা,

৫. নারী স্পর্শ করা,

৬. বমি, যদ্বারা মুখ ভর্তি হয় না,

৭. কফ বমি, কফ যদি বেশিও হয়, তবুও ওজু ভঙ্গ হবে না,

৮. নিদ্রারত ব্যক্তির ঝুঁকে পড়া, যদ্বারা তার নিতম্ব ভূমি থেকে সরে যাওয়ার সম্ভাবনা থাকে ।

৯. ভূমিতে নিতম্ব স্থির রেখে উপবিষ্ট— এরূপ ব্যক্তির নিদ্রা, যদিও সে এমন বস্তুর উপর হেলান দিয়ে বসে, যা সরিয়ে ফেলা হলে সে পড়ে যাবে তবুও এরূপ নিদ্রা দ্বারা তার ওজু ভঙ্গ হবে না, এ (৮নং ও ৯নং) উভয় অভিমত জাহের রেওয়ায়াত মোতাবেক ।

১০. নামাযরত ব্যক্তির নিদ্রা, যদি সে সুন্নত তরীকা মোতাবেক রুকূ অথবা সিজাদায়ও রত থাকে, (তবুও তার ওজু ভঙ্গ হবে না)।

কোন মন্তব্য নেই

হাসি কান্নার ওয়াজ

৪ সালের নাসির আহমাদ (গোপালগঞ্জ) সাহেবের হাসি কান্নার এক অসাধারণ বয়ান।

5ugarless থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.