Header Ads

Header ADS

গোসলের ফরযসমূহ

গোসলের ফরয এগারটি

 


(প্রসিদ্ধমতে, গোসলের ফরয ৩টি, কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর একবার ধৌত করা। এ তিনটিকেই এখানে বিস্তারিতভাবে এগারোটি হিসাবে উল্লেখ করা হয়েছে। এগারোটি ফরয উক্ত তিনটিতে অন্তর্ভুক্ত রযেছে । সুতরাং উভয় বর্ণনার মধ্যে কোন বিরোধ নেই ।)


১. মুখ ধৌত করা,

২. নাক ধৌত করা,

৩. সমস্ত শরীর একবার ধৌত করা,

৪. খত্নাবিহীন ব্যক্তির পুরুষাঙ্গের অগ্রভাগের চামড়া যদি খুলতে কষ্ট না হয়, তবে তার ভেতরাংশ ধৌত করা,

৫. নাভি ধৌত করা,

৬. শরীরের এরূপ ছিদ্রে পানি পৌঁছোনো, যা খুঁজে যায় নি,

৭. পুরুষের চুলের বেণীর ভেতরে পানি পৌছানো, এতে চুলের গোড়ায় পানি পৌঁছা বা না পৌঁছার কোন শর্ত নেই। তবে মহিলার চুলের গোড়ায় যদি পানি পৌঁছে তাহলে মহিলার চুলের বেণীর ভেতরে পানি পৌঁছানো ফরয নয় ।

৮. দাড়ির ভেতরস্থ চামড়া ধৌত করা,

৯. গোঁফের ভেতরস্থ চামড়া ধৌত করা,

১০. ভ্রুর ভেতরস্থ চামড়া ধৌত করা,

১১. যোনি মুখাবরনের বহিরাংশ ধৌত করা।

কোন মন্তব্য নেই

হাসি কান্নার ওয়াজ

৪ সালের নাসির আহমাদ (গোপালগঞ্জ) সাহেবের হাসি কান্নার এক অসাধারণ বয়ান।

5ugarless থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.